সেনাবাহিনী প্রধানের প্রতিশ্রুতি পূরন, সুপেয় পানি পেল রেজামনি ও কারিগর পাড়ার মানুষ

সেনাবাহিনী প্রধানের প্রতিশ্রুতি পূরন, সুপেয় পানি পেল রেজামনি ও কারিগর পাড়ার মানুষ

সেনাবাহিনী প্রধানের প্রতিশ্রুতি পূরন, সুপেয় পানি পেল রেজামনি ও কারিগর পাড়ার মানুষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দূর্গম রেজামনি পাড়া ও কারিগর পাড়ার প্রায় ১২০ পরিবার পেল নিরাপদ সুপেয় পানির সুবিধা। তারা আগে বিভিন্ন কুপ থেকে পানি সংগ্রহ করে পানি পান করতে হতো।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উদ্যোগে সৌরশক্তি চালিত পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ সুবিধা নিশ্চিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টম্বর) সকালে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

এসময় পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধানের প্রতিশ্রুতি পূরন, সুপেয় পানি পেল রেজামনি ও কারিগর পাড়ার মানুষ
২৯ মার্চ ২০২৫ তারিখে খাগড়াছড়ির কারিগর পাড়া ও রেজামনি পাড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান।

সেনাবাহিনী জানায়, গেল ২৯ মার্চ পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান রেজামনি পাড়ায় যান এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের পানির সমস্যার কথা শোনেন। তখন তিনি টেকসই পানির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। চাকরিজীবনের শুরুতে এই রেজামনি পাড়া ক্যাম্পে ক্যাম্প কমান্ডার হিসেবে কর্মরত থাকার অভিজ্ঞতা থেকে সেনাপ্রধান এলাকার প্রতি বিশেষ টান অনুভব করেন।

সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির কারিগর পাড়া ও রেজামনি পাড়ায় দিন বদলের হাওয়া

স্থানীয়রা জানান, আগে তাদের ঝিরি ও কুপ থেকে পানি সংগ্রহ করতে হতো, যা খাওয়ার কারণে নানা রোগব্যাধি দেখা দিতো। এখন বাড়িতেই বিশুদ্ধ পানি পাচ্ছেন তারা। এতে গ্রামবাসী সেনাপ্রধান ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, পাহাড়ি এলাকায় নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেনাবাহিনী নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় রেজামনি পাড়া ও কারিগর পাড়ায় বিশুদ্ধ পানির এই ব্যবস্থা করা হলো।

সেনাবাহিনী প্রধানের প্রতিশ্রুতি পূরন, সুপেয় পানি পেল রেজামনি ও কারিগর পাড়ার মানুষ

কর্মকর্তারা আরও জানান, পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই উদ্যোগ সেনাবাহিনীর উন্নয়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, যা পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।