লংগদুতে সেনাবাহিনী-আনসারের যৌথ অভিযানে গাজা-সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার, আটক ১

লংগদুতে সেনাবাহিনী-আনসারের যৌথ অভিযানে গাজা-সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার, আটক ১

লংগদুতে সেনাবাহিনী-আনসারের যৌথ অভিযানে গাজা-সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়নের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাজা, মাদকসেবনের সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসময় আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অঅজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে লংগদু আনসার ব্যাটালিয়ন (৩৮ বিএন) এবং মাহিল্যা আর্মি ক্যাম্পের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, ছয় সদস্যের একটি টহল দল উত্তরসোনায় ২ নম্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজিজুর রহমানের বাড়িতে বিশেষ তল্লাশি চালায়। এসময় তার ঘর থেকে ৭ কেজি গাজা, বিভিন্ন মাদক সরঞ্জাম ও নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটককৃত আজিজুর রহমানকে জোন সদর দপ্তরে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে জোন অধিনায়কের নির্দেশে তাকে লংগদু থানায় সোপর্দ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, বর্তমানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাহিনীর ১৯টি আনসার ব্যাটালিয়ন সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed