বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

রবিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জোন কমান্ডারের দিকনির্দেশনায় নায়েক সুবেদার মো. আল মাহমুদ খানের নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা কাঠলোডিং পয়েন্ট এলাকায় অভিযান চালায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৬১.৯৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করে। যার বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ২৩ হাজার ৯০০ টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “আমরা দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed