বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’র উদ্বোধন

বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’র উদ্বোধন

বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’র উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে শুরু হয়েছে “সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫”।

৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতা ও বান্দরবান জোন সদরের আয়োজনে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় বান্দরবান জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

দিনের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রোয়াংছড়ি উপজেলা ফুটবল একাদশ বনাম রুমা উপজেলা ফুটবল একাদশ। খেলার মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা বান্দরবানের ক্রীড়াপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে আরও বর্ণময় হয়ে ওঠে।

বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’র উদ্বোধন

প্রায় ৩০০ থেকে ৪০০ দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। দর্শকরা জানান, সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা বান্দরবানের ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২৮ ইবি’র অধিনায়ক লেঃ কর্নেল হুমায়ুন রশিদ এবং সদর জোনের অধিনায়ক লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান।

বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’র উদ্বোধন

এছাড়াও জেলা প্রশাসক শামিম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল কাওসার, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, জেলা ক্রীড়া পরিষদের সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সেনা কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বলেন, সেনাবাহিনীর এই আয়োজন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বান্দরবানে সেনা রিজিয়ন কাপ কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি সম্প্রীতি, ঐক্য ও বন্ধুত্বের প্রতীক।

বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’র উদ্বোধন

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ইতিমধ্যেই ব্যাপক প্রশংসিত। কেবল নিরাপত্তা নিশ্চিত করাই নয়, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশেও সেনাবাহিনী প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। এই ধরনের ফুটবল প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তারা পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির সেতুবন্ধন তৈরি করছে।

স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছে এবং সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।