মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ি এলাকায় ২ শতাধিক রোগীকে সেনাবাহিনীর চিকিৎসাসেবা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাংগার দুর্গম পাহাড়ি এলাকায় স্থানীয় পাহাড়ি-বাঙালি ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ফ্রি ওষুধ দিয়েছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং ইউনিয়নের হেডম্যানপাড়ার সুধীলা রঞ্জন হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসা দেয়া হয়।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহীম আধহাম এর নির্দেশনা ও জোন উপ-অধিনায়ক, জেড এসও মেজর মাসুদ খান এ সময় উপস্থিত ছিলেন।
স্থানীয় অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ চিকিৎসাসেবা দেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মেজর মুঈদুল করিম। এতে স্ত্রী রোগ, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যথা, শারীরিক দুর্বলতা, মাথা ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন তিনি। প্রায় ২০০ জন রোগী এই চিকিৎসাসেবা ও ওষুধ নেন।
এসময় স্থানীয় হেডম্যান, কারবারি’সহ বিভিন্ন পদস্থ সামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।