বান্দরবানে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে সেনাবাহিনীর সহযোগিতা

বান্দরবানে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে সেনাবাহিনীর সহযোগিতা

বান্দরবানে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে সেনাবাহিনীর সহযোগিতা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সুন্দর, সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রবিবার সকালে বান্দরবান সেনা জোন আয়োজিত মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান এবং নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান ।

মতবিনিময়কালে সেনা কর্মকর্তারা বলেন, বান্দরবান সম্প্রীতির জেলা হিসেবে সমাদৃত। এখানে বহুদিন ধরে সব ধর্মাবলম্বীর মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। আসন্ন শারদীয় দুর্গোৎসবও যেন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সেনাবাহিনী সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করবে।

নবাগত জোন অধিনায়ক লেঃ কর্নেল মশিউর রহমান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নিরাপত্তা ব্যবস্থায় সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব ভলান্টিয়ার নিয়োগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের পরামর্শ দেন। তিনি জানান, সেনাবাহিনীর নিয়মিত টহলের পাশাপাশি দুর্গোৎসব উপলক্ষে অতিরিক্ত টহল মোতায়েন থাকবে।

অনুষ্ঠানে শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ বান্দরবান এর সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশসহ ১২টি পূজা মণ্ডপের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসময় তিনজন সনাতন ধর্মাবলম্বী নারীসহ পূজা উদযাপন কমিটিগুলোর কাছে এক লাখ ঊনপঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) শুরু হবে শারদীয় দুর্গোৎসব। পাঁচদিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি হবে এ উৎসবের।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।