বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর বার্ষিক সম্মেলন ২০২৫ গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাশারে ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) এবং আদার্স ওমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী ও বি এ এফ লেডিস ক্লাব এবং চিলড্রেন্স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান।

দুই দিনব্যাপী এ সম্মেলনে বাফওয়ার সকল আঞ্চলিক শাখা— মতিউর, জহুর, এ কে খন্দকার, বাশার, কক্সবাজার ও সুলতান মাহমুদ-এর সভানেত্রী, সম্পাদক, লিয়াজো কর্মকর্তা ও কোষাধ্যক্ষবৃন্দ তাঁদের শাখার বিগত এক বছরের কর্মকাণ্ড, উন্নয়নমূলক কার্যক্রম এবং আর্থিক বিবরণ উপস্থাপন করেন।
সভানেত্রী সালেহা খান অংশগ্রহণকারীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং বাফওয়ার সেবামূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “বাফওয়া আপনার, আমার— আমাদের সবার। সকলের সহযোগিতায় এ সংগঠন আরও অনেক দূর এগিয়ে যাবে।”

তিনি উপস্থিত সবাইকে মিতব্যয়ী হয়ে চলার পরামর্শ দেন এবং আঞ্চলিক পর্যায়ে আরও দান ও অনুদান বৃদ্ধির মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সম্মেলনে বাফওয়ার সহ-সভানেত্রীবৃন্দ, বিমান বাহিনীর পরিচালক চিকিৎসা, পরিচালক অর্থ, পরিচালক কল্যাণ ও অনুষ্ঠান পরিদপ্তরের কর্মকর্তাসহ কেন্দ্রীয় বাফওয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
