খাগড়াছড়িতে অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ভাঙচুর ইউপিডিএফের; সন্ত্রাসী আচরণের নিন্দা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকার পুনর্বাসন পয়েন্টে সকাল-সন্ধ্যা অবরোধের নামে সহিংসতা চালানো ইউপিডিএফ সদস্যদের দ্বারা একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ভাঙচুর করার ঘটনা ঘটেছে।
সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। ঘটনার জেরে জরুরী সংকটাপন্ন রোগীদের তত্ত্বাবধানহীন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ঘটনায় আহত বা মারাত্মক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও অ্যাম্বুলেন্স চালক মো. রাসেল হোসেন (২৯) জানান, আজ সকাল সাড়ে ১১টা নাগাদ পানছড়ি থেকে চট্টগ্রামগামী চট্ট মেট্রো-চ ৭১-০৬৪৫ নম্বরের অ্যাম্বুলেন্সটি পুনর্বাসন পয়েন্টে পৌঁছালে ভয়ার্ত পরিবেশে ১৫–২০ জন ইউপিডিএফ সন্ত্রাসী গাড়িটি রোধ করে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে সেটি ভাঙচুর করে।
অভিযোগকারী জানান, আক্রান্তরা জুম্ম ছাত্র-জনতার ব্যানারে অবস্থান করছিল এবং অভিযুক্তদের মধ্যে ইউপিডিএফ-সমর্থিত মহলও আছে বলে স্থানীয়রা সংশয় প্রকাশ করেছেন। ভাঙচুরের পরে অ্যাম্বুলেন্সটি বর্তমানে মাটিরাঙ্গা পৌরসভার সামনে আছে বলে জানানো হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, জরুরি চিকিৎসা পরিবহনে ব্যবহৃত যানবাহনগুলো অবরোধ ও হরতালে সব সময়ই আওতামুক্ত রাখার নির্দেশ থাকলেও বাস্তবে তা রক্ষিত হচ্ছে না—এতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপের অভাবে এমন ঘটনা বাড়লে তা জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হবে। স্থানীয় সচেতন মহল ও স্বাস্থ্যকর্মীরা বলেছেন—অবরোধের নামে জরুরি সেবা বাধাগ্রস্ত করা মানেই ন্যূনতম মানবিকতার লঙ্ঘন; এটি একটি সন্ত্রাসী ও আইনবহির্ভূত কর্মকাণ্ড হিসেবে গণ্য করা উচিত।

স্থানীয়রা দাবি করেছেন—অবরোধকারী কোন ভাবেই জরুরি যানবাহন রোধ বা ভাঙচুর করার অধিকার রাখে না; যারা এ ধরনের কার্যকলাপে অংশ নেবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা প্রশাসনকে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের সনাক্ত ও গ্রেফতারের আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে অতি জরুরি চিকিৎসা সেবা পেতে দুর্গম অঞ্চলের লোকজন ঝুঁকিতে না পড়ে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।