গুইমারার রামসু বাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

গুইমারার রামসু বাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

গুইমারার রামসু বাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রতি খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার রামসু বাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন এবং সিন্দুকছড়ি জোনের উদ্যোগে একযোগে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

গতকাল রোববার আয়োজিত এক অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

একই সময়ে সিন্দুকছড়ি জোন স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই ও শিক্ষা উপকরণ বিতরণ করে।

এ ছাড়াও সিন্দুকছড়ি জোনের উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে প্রায় ১৯০ জন পাহাড়ি ও ৮০ জন বাঙালি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

গুইমারার রামসু বাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইসমাইল শামস আজিজী।

এসময় রিজিয়ন ও জোনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা বলেন,

“গত ২৮ সেপ্টেম্বর রামসু বাজারে অগ্নিকাণ্ডের পর একটি স্বার্থান্বেষী চক্র বাজার বয়কট, শিক্ষার্থীদের স্কুলে যেতে নিষেধ, পোড়া ঘরবাড়ি পরিষ্কার না করা এবং পুলিশের আটক সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়িয়ে পাহাড়ি-বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।”

তিনি সকলকে এসব গুজবে বিভ্রান্ত না হয়ে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন,

“অতীতের দুঃখ-দুর্দশা ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে—নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তাও অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত, গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনের এ মানবিক সহায়তা কর্মসূচি দুর্গত এলাকায় সামাজিক সম্প্রীতি ও আস্থা পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *