বিলাইছড়ি উপজেলার দুর্গম প্রংজাং পাড়ায় শিক্ষায় আলো ছড়াচ্ছে বিজিবি
![]()
নিউজ ডেস্ক
দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার আলো বিস্তারে বিজিবি নিয়েছে প্রশংসনীয় উদ্যোগ। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম প্রংজাং পাড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ, চেয়ার ও টেবিল প্রদান করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধীনস্থ রাইক্ষ্যংপুকুরপাড়া লগ বেস ক্যাম্পের পক্ষ থেকে ওই বিদ্যালয়ে শিক্ষা সহায়ক সামগ্রী হিসেবে ২০টি বেঞ্চ, ১টি চেয়ার ও ১টি টেবিল হস্তান্তর করা হয়।
বিজিবির এ মানবিক উদ্যোগের ফলে দুর্গম প্রংজাং পাড়ার শিশুরা এখন আরও অনুকূল পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কষ্টসাধ্য পরিবেশে পড়াশোনা করে আসছিল।
রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম শাহ্ রেজা বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, বরং সীমান্তবর্তী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার মাধ্যমে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও দৃঢ় করতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান, “এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি করবে। ভবিষ্যতেও বিজিবির এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে বিজিবি সীমান্ত এলাকার দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ গ্রহণ করেছে, যা স্থানীয় জনগণের আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।