খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ মামলায় আরেক আসামী সুমন ত্রিপুরা আটক

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ মামলায় আরেক আসামী সুমন ত্রিপুরা আটক

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ মামলায় আরেক আসামী সুমন ত্রিপুরা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা সম্প্রদায়ের কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ৪র্থ আসামী সুমন বিকাশ ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে অপর তিন ধর্ষক রিমন ত্রিপুরা (২২),রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবুকে (১৭) গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, বৃহস্পতিবার রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবুকে (১৭) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আজ শুক্রবার সুমন বিকাশ ত্রিপুরা ও রিমন ত্রিপুরা (২২) আদালতে হাজির করা হবে।

উল্লেখ,গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার উপজেলার অযোধ্যা এলাকায় কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে গেলে স্বজাতির ৪ যুবক দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। জানাজানি হলে পরে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টা করে তা ব্যর্থ হলে ২২ অক্টোবর ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ৪ জন ত্রিপুরা যুবকের নামে মাটিরাঙা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *