বাংলাদেশের জলসীমায় আটক ৯ ভারতীয় জেলে, পাঠানো হলো কারাগারে

বাংলাদেশের জলসীমায় আটক ৯ ভারতীয় জেলে, পাঠানো হলো কারাগারে

বাংলাদেশের জলসীমায় আটক ৯ ভারতীয় জেলে, পাঠানো হলো কারাগারে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে একটি ফিশিং ট্রলারসহ ৯ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। পরে বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরের পর তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (২২ অক্টোবর) রাতে ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলেকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে মাছধরা অবস্থায় আটক করা হয়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, আটক ট্রলারটি ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থেকে এক সপ্তাহ আগে আসা ৯ জন জেলে সাগরে নামে। তারা গোপনে ভারত থেকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করছিল।

অভিযান চালিয়ে নৌবাহিনী ফিশিং ট্রলারসহ ৯ জন ভারতীয় জেলে আটক করে। পরে মোংলার ফেরিঘাটে নিয়ে আসে এবং জেলেদের মোংলা থানায় হস্তান্তর করে।

তাদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘনের মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া আটক ভারতীয় ট্রলারটিতে বিপুল পরিমান ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী মাছ নিলামে বিক্রি অথবা অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে তা এতিম খানায় বণ্টন করা হবে।

এর আগে, ১৭ ও ২১ অক্টোবর এবং জুলাই ও আগস্ট মাসেও বঙ্গোপসাগর থেকে মোট ১১টি ফিশিং ট্রলারসহ প্রায় ১৬৮ জন জেলেকে আটক করে নৌবাহিনী ও কোস্ট গার্ড।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *