মিরপুরে অগ্নিকাণ্ড: সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়

মিরপুরে অগ্নিকাণ্ড: সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়

মিরপুরে অগ্নিকাণ্ড: সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুর ১১ এলাকার একটি আবাসিক ভবনের ৬ষ্ঠ তলায় অবস্থিত তৈরি পোশাক কারখানায় আগুন লাগে শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে। ‘বিউটি ফ্যাশন’ নামের এই কারখানা ‘বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার’ ভবনে পরিচালিত হচ্ছিল। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ফ্লোরজুড়ে ছড়িয়ে পড়ে, ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা তৈরি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নি নির্বাপণ কার্যক্রম শুরু করে। একই সময় নিকটস্থ ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের আওতাধীন সেনা ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে এসে অপারেশনে যুক্ত হয়। সমন্বিত ও সংগঠিত প্রচেষ্টার ফলে প্রায় আড়াই ঘণ্টার ব্যবধানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সেনাবাহিনীর সদস্যরা ভবনের ভেতরে আটকা পড়া কয়েকজন শ্রমিককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এছাড়াও ভবনের আশেপাশে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যরা কর্ডন পরিচালনা করেন এবং অগ্নিনির্বাপণে প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা প্রদান করেন।

মিরপুরে অগ্নিকাণ্ড: সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়

প্রাথমিকভাবে মানবিক ত্রুটি বা বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে বিস্তারিত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি; ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

দুর্যোগ কিংবা জরুরি পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানো এবং দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর এই অংশগ্রহণ আবারও ভূমিকা রেখেছে দৃশ্যমানভাবে। একইসঙ্গে অগ্নিনির্বাপক বাহিনীর প্রফেশনাল দক্ষতা ও তৎপরতা বড় ধরনের বিপর্যয় থেকে রাজধানীকে রক্ষা করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, যেকোনো দুর্যোগে দেশের মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় তারা সর্বদা প্রস্তুত। পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো ঘটনা এড়াতে শিল্প ও আবাসিক ভবনগুলোতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed