পানছড়িতে হেডম্যান-কারবারি সম্মেলন: সমন্বিত উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় একসাথে কাজের প্রতিশ্রুতি
![]()
নিউজ ডেস্ক
সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন আওতাধীন সদর জোনের পানছড়ি সাবজোনের উদ্যোগে স্থানীয় হেডম্যান-কারবারি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অংশগ্রহণে হেডম্যান-কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনের সভাপতিত্ব করেন পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন।
সম্মেলনে লোগাং এবং চেঙ্গী ইউনিয়নের বিভিন্ন এলাকার হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অংশগ্রহণকারীরা রাস্তা সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ধর্মীয় উপাসনালয়ের সংস্কার এবং বিশুদ্ধ পানির সরবরাহ— এসব মৌলিক চাহিদা তুলে ধরেন। পাশাপাশি বুদ্ধরাম পাড়ার এক অসুস্থ ও হুইলচেয়ার-নির্ভর ৩০ বছর বয়সী যুবকের আর্থিক সহায়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

প্রধান অতিথি বক্তব্যে স্থানীয়দের গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, “গুজবে কান দেবেন না। আমরা সবাই পাহাড়ে শান্তি ও উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করছি।”
তিনি আরও বলেন— সেনাবাহিনী স্থানীয় জনগণের নিরাপত্তা, কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি রক্ষায় সর্বদা সচেষ্ট; স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
সম্মেলন শেষে সেনাবাহিনী ও স্থানীয় নেতৃত্বের পারস্পরিক সম্পৃক্ততা বজায় রেখে উন্নয়ন কার্যক্রমে গতি আনা এবং পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চেঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, সমর বিকাশ চাকমা, প্রত্যুত্তর চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।