অরুণাচলের নামসাইয়ে বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ উলফা (আই) জঙ্গি গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
ভারতের অরুণাচল প্রদেশের নামসাই জেলায় বিচ্ছিন্নতাবাদী উগ্রপন্থী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) বা উলফা (আই)-এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। রবিবার (২৬ অক্টোবর) মানফেইসাং-হানথি ক্যাম্প এলাকার একটি জঙ্গলে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম স্বঘোষিত কর্পোরাল থাওসেং অসম ওরফে অনুপম দোহাটিয়া (২৪)। তিনি আসামের তিনসুকিয়া জেলার মাকুম বারিয়াকোলির বাসিন্দা। প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন, সম্প্রতি ১৭ অক্টোবর তিনসুকিয়ার কাকোপাথারে সেনা ক্যাম্পে হামলার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযানের ধারাবাহিকতায় পাশের পথারগাঁও এলাকায় আরও অনুসন্ধান চালিয়ে নিরাপত্তা বাহিনী একটি MQ-RA81 রাইফেল, তিনটি ম্যাগাজিন, ৭.৬২ মিমি ক্যালিবারের ১৫১ রাউন্ড গুলি, একটি রাইফেল গ্রেনেড এবং একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে।
নামসাই জেলার পুলিশ সুপার সি থিনলে বলেছেন—গ্রেপ্তার হওয়া জঙ্গি জঙ্গলের ভেতরে লুকানো অস্ত্রাগারের অবস্থান শনাক্ত করতে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করেছে। তিনি আরও জানান, “অভিযান এখনো চলমান। উগ্রপন্থীরা যাতে সীমান্ত পেরিয়ে অরুণাচলে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
আটক দোহাটিয়ার বিরুদ্ধে আরও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সিসিটিভি নজরদারি বাড়ানোর আহ্বান জানান পুলিশ সুপার এবং সন্দেহজনক কোনো কিছু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করেন।
গ্রেপ্তার হওয়া জঙ্গি ও উদ্ধার হওয়া অস্ত্রসমূহ অরুণাচল প্রদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।