মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ শতাধিক

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ শতাধিক

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ শতাধিক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে প্রায় ৯০ জন অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা আরো কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার (৯ নভেম্বর) মালয়েশিয়ার সমুদ্র কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে ১০ জনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। একই সংখ্যক অভিবাসী বহনকারী আরো দুটি নৌকা এখনো নিখোঁজ রয়েছে।

মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ল্যাংকাউইয়ের ঠিক উত্তরে তারুতাও দ্বীপের কাছে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ প্রধান আদজলি আবু শাহ বলেছেন, তিন দিন আগে নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো বলেন, জীবিতদের খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান চলছে।

এদিকে আবু শাহের বরাত দিয়ে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বারনামা জানিয়েছে, পানিসীমায় উদ্ধার হওয়া জীবিতদের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক, দুইজন রোহিঙ্গা শরণার্থী ও একজন বাংলাদেশী পুরুষ রয়েছেন। উদ্ধার হওয়া লাশটি একজন রোহিঙ্গা নারীর।

পুলিশ প্রধানের বরাত দিয়ে বলা হয়, মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে অভিবাসীরা প্রথমে একটি বড় নৌকায় উঠেছিলেন। কিন্তু সীমান্তের কাছাকাছি আসায় এবং কর্তৃপক্ষের নজর এড়াতে তাদের তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত হতে নির্দেশ দেয়া হয়। প্রতিটি নৌকায় প্রায় ১০০ জন যাত্রী ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed