যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: সারাদেশে ২৯ অপরাধী গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ০৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক যৌথ অভিযান পরিচালনা করে।
এই অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তসহ মোট ২৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড গোলাবারুদ, দেশি-বিদেশি মাদকদ্রব্য, অবৈধ ওয়াকিটকি সেট ও বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা নিয়মিত টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে শিল্পাঞ্চলগুলোতে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রাখছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, সাধারণ মানুষের জীবন-সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—যে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে।
প্রসঙ্গত, সম্প্রতি দেশজুড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকপাচার রোধে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানের ফলে অপরাধচক্রগুলো ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে, যা দেশের জননিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক প্রভাব ফেলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।