সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনে মতবিনিময় সভা: আইন–শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আলোচনা

সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনে মতবিনিময় সভা: আইন–শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আলোচনা

সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনে মতবিনিময় সভা: আইন–শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আলোচনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা সেনা জোনে জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ে নিয়মিত মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় জোন সদরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. ইব্রাহীম আধহাম।

সভায় এলাকার আইন–শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডির অপব্যবহার, ফুটপাত দখল, অগ্নিনির্বাপণ সক্ষমতা, নির্বাচনী শৃঙ্খলা, পরিবেশ ও ড্রেনেজ ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন নিরাপত্তা, উন্নয়ন প্রকল্প এবং সাম্প্রদায়িক সম্প্রীতিসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

জোনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে জোন অধিনায়ক লেঃ কর্নেল ইব্রাহীম আধহাম বলেন, আইন–শৃঙ্খলা বজায় রাখা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনী প্রস্তুত জানিয়ে তিনি শান্তি–শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

সভায় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মাসুদ খান, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ, মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মঞ্জিলা জুমা, জয়া ত্রিপুরা ও শহীদুল ইসলাম সুমনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার পরিচালনা কমিটির দায়িত্বশীল, প্রেসক্লাব নেতারা এবং বিভিন্ন সামরিক ও বেসামরিক দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জোন–নিয়ন্ত্রিত এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার এবং জনসেবা কার্যক্রম সমন্বিত রাখতে নিয়মিত এ ধরনের সভা স্থানীয় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *