সাশ্রয়ী ভাড়ায় খাগড়াছড়িতে প্রথমবার আনসার সদস্যদের যাতায়াতে ওয়েলফেয়ার বাস সার্ভিস চালু
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রান্সপোর্ট বাস সার্ভিস।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে জেলা আনসার–ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন সেবার যাত্রা শুরু হয়। দিনব্যাপী আয়োজনস্থলজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ—যেন আনসার সদস্যদের কল্যাণযাত্রায় যুক্ত হলো নতুন এক অধ্যায়।
উদ্বোধনের পর প্রথম ওয়েলফেয়ার বাসটি যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হলে আনসার সদস্যদের মুখে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। দীর্ঘদিনের অপেক্ষার ফল মিলেছে—এমন মন্তব্য তাদের অনেকের।
জেলা আনসার–ভিডিপি কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান জানান, মহাপরিচালকের বিশেষ উদ্যোগে খাগড়াছড়ি–চট্টগ্রাম রুটে প্রতি বৃহস্পতিবার এ বাস চলাচল করবে। প্রাথমিকভাবে আনসার–ভিডিপি সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও হিল আনসারদের জন্য সেবা সীমিত রাখা হয়েছে। তিনি আরও বলেন, “এটি আনসার সদস্যদের জন্য সত্যিকারের একটি মাইলফলক। সাশ্রয়ী ভাড়ায় নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই বাস সার্ভিস চালু করা হয়েছে।”
নতুন সার্ভিসটির সবচেয়ে বড় সুবিধা স্বল্প ভাড়া। সাধারণ বাসে খাগড়াছড়ি–চট্টগ্রাম যাতায়াতে যেখানে প্রায় ২৭০ টাকা খরচ হয়, সেখানে ওয়েলফেয়ার বাসে ভাড়া মাত্র ১৫০ টাকা—অর্ধেকেরও কম।
২৪ আসনবিশিষ্ট আরামদায়ক বাসটিতে রয়েছে উন্নত সিটিং ব্যবস্থা, নির্দিষ্ট সময়সূচি ও বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তা। একজন সন্তুষ্ট আনসার সদস্য বলেন, “নিজেদের জন্য আলাদা বাস সার্ভিস থাকাটা সত্যিই বড় স্বস্তির। এখন চিকিৎসা, অফিস বা পারিবারিক কাজে নিয়মিত যাতায়াত অনেক সহজ হবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সেবা শুধু আনসার সদস্যদের ব্যক্তিগত ও অফিস–সংশ্লিষ্ট চলাচলেই নয়, তাদের পরিবারবর্গ এবং স্থানীয় মানুষও পরোক্ষভাবে উপকৃত হবেন। পাহাড়ি অঞ্চলের সড়কযাত্রায় স্বস্তি ও সময়নুবর্তিতা বাড়বে, দ্রুত চিকিৎসা ও জরুরি প্রয়োজনে যাতায়াত সহজ হবে এবং নিরাপত্তাব্যবস্থা থাকার কারণে যাত্রীরা থাকবেন আরও নিশ্চিন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিটের আনসার–ভিডিপি সদস্যরা ভোর থেকেই সমবেত হন। ব্যানার–ফেস্টুন, সংগঠিত পরিবেশ এবং সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজনটি রূপ নেয় এক উৎসবমুখর সমাবেশে।
বক্তারা বলেন, এই উদ্যোগ শুধু একটি বাস সার্ভিস নয়—এটি আনসার সদস্যদের কল্যাণ নিশ্চিত করার একটি বৃহৎ ও দূরদর্শী পদক্ষেপ। নিরাপদ, স্বল্পব্যয়ী ও নিয়মিত পরিবহন সুবিধা তাদের আর্থ–সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রসঙ্গত, খাগড়াছড়িতে আনসার ওয়েলফেয়ার বাস সার্ভিস চালুর মাধ্যমে পাহাড়ি অঞ্চলে আনসার সদস্যদের জন্য সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হলো। ভবিষ্যতে রুট সম্প্রসারণসহ আরও সেবার সম্ভাবনার কথাও উঠে এসেছে সংশ্লিষ্টদের আলোচনায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।