কুতুকছড়ি মাউরুম কলেজে সেনাবাহিনীর উদ্বুদ্ধকরণ ক্লাস ও ক্রীড়া সামগ্রী বিতরণ

কুতুকছড়ি মাউরুম কলেজে সেনাবাহিনীর উদ্বুদ্ধকরণ ক্লাস ও ক্রীড়া সামগ্রী বিতরণ

কুতুকছড়ি মাউরুম কলেজে সেনাবাহিনীর উদ্বুদ্ধকরণ ক্লাস ও ক্রীড়া সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি মাউরুম কলেজে শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ এবং উচ্চশিক্ষার অনুপ্রেরণার অংশ হিসেবে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নানিয়ারচর জোনের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নানিয়ারচর জোনের উপ অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম।

এসময় কুতুকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মোঃ সায়েম আকতার সৌধসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে ‘সেনাবাহিনীতে কমিশনড অফিসার পদে যোগদানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ’ বিষয়ে বিশেষ পাঠদান করা হয়। পরে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় শিক্ষার্থীদের মাঝে ১৫টি জার্সি, একটি গোলকিপার গ্লাভস ও দুটি ফুটবল প্রদান করা হয়।

স্থানীয়রা নানিয়ারচর জোনের এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম তরুণদের উৎসাহিত করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখছে।

উল্লেখ্য, স্থানীয় জনগণের কল্যাণে নানিয়ারচর জোন ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *