নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় ১১ বিজিবির মেডিকেল ক্যাম্প ও জুম ধান ভাঙানোর মেশিন বিতরণ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় ১১ বিজিবির মেডিকেল ক্যাম্প ও জুম ধান ভাঙানোর মেশিন বিতরণ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় ১১ বিজিবির মেডিকেল ক্যাম্প ও জুম ধান ভাঙানোর মেশিন বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ মিলেনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় পাহাড়ি জনগণের উন্নয়ন ও মানবিক সহায়তায় বিজিবি এক বিশেষ কর্মসূচি করেছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ম্যান্ডেলপাড়া এলাকার পাহাড়ি জনসাধারণের মাঝে জুমের ধান ভাঙানোর জন্য একটি মেশিন প্রদান করা হয়।

এতে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষিজ উৎপাদন ও খাদ্য সংরক্ষণে নতুন সুবিধা সৃষ্টি হলো।

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় ১১ বিজিবির মেডিকেল ক্যাম্প ও জুম ধান ভাঙানোর মেশিন বিতরণ

একই দিনে পংক্রেটপাড়া ও ম্যান্ডেলপাড়ার মুরং জনগোষ্ঠীর ৫০ জন অসহায় ও দুঃস্থ মানুষকে সু-চিকিৎসা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়, যা সীমান্ত অঞ্চলের মানুষের মধ্যে সন্তোষের সৃষ্টি করেছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং বিজিবির প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করাই তাদের এ উদ্যোগের উদ্দেশ্য।

উল্লেখ্য, সীমান্ত অঞ্চলের দুর্গম এলাকায় মানবিক সেবা, চিকিৎসা সহায়তা ও কৃষি উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিজিবির নিয়মিত ভূমিকা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed