খাগড়াছড়িতে বন প্রহরীদের ১৫ দিনব্যাপী আর্মস প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
‘প্রশিক্ষিত প্রহরী-সুরক্ষিত বন’—স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বন অধিদফতরে নিয়োজিত বন প্রহরীদের আর্মস প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে ৬০ জন বন প্রহরীকে ১৫ দিনব্যাপী এ আর্মস প্রশিক্ষণ দেয়া হয়।
রোববার (৩০ নভেম্বর) ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।
খাগড়াছড়ি এএসটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ির উন্নয়নে বনবিভাগের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের প্রায়োগিক প্রশিক্ষণের তাৎপর্য ব্যাখ্যা করেন। পাশাপাশি এ ধরনের অস্ত্র প্রশিক্ষণ সুষ্ঠুভাবে সম্পাদন করবার জন্য এএসটিসি, খাগড়াছড়ির প্রতি সাধুবাদ জানান।
এছাড়া কমান্ড্যান্ট পরিতোষ ঘোষ বনবিভাগ ও জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রশিক্ষণপ্রাপ্ত বন প্রহরীদের দেশের বন ও পরিবেশ রক্ষায় অধিকতর দক্ষতার সাথে আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানান।
এদিকে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বন প্রহরী হুরে আলম ওই প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে অস্ত্র প্রশিক্ষণ লাভ করার মাধ্যমে দেশের বনজ সম্পদ রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় এএসটিসির ডেপুটি কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোখলেছুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিঞা, কাপ্তাইয়ের বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো: সাজ্জাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।