আলীকদম বাজারে ফুটপাত দখলমুক্ত ও খাদ্য নিরাপত্তায় সেনাবাহিনীর বিশেষ মনিটরিং অভিযান

আলীকদম বাজারে ফুটপাত দখলমুক্ত ও খাদ্য নিরাপত্তায় সেনাবাহিনীর বিশেষ মনিটরিং অভিযান

আলীকদম বাজারে ফুটপাত দখলমুক্ত ও খাদ্য নিরাপত্তায় সেনাবাহিনীর বিশেষ মনিটরিং অভিযান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদম বাজারে ফুটপাত দখল, অবৈধ স্থাপনা, অপরিচ্ছন্ন হোটেল-রেস্তোরাঁ এবং সরকারি জায়গা দখল চিহ্নিত করে বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ ও নিরাপদ রাখতে বিশেষ মনিটরিং অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।

বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত আলীকদম সেনা জোনের অফিসার লেঃ তাফসির মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী জানায়, বাজারকে পরিচ্ছন্ন রাখা, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ওষুধ নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যবেক্ষণই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। অভিযানে ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে স্থাপিত দোকান ও নির্মাণকাজ চিহ্নিত করে মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বাজার কমিটির পক্ষ থেকে সরকারি ডাক বাংলোর পরিত্যক্ত স্থানে অনুমোদন ছাড়া নির্মিত স্থাপনা পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে অর্কিড হোটেল অ্যান্ড রেসিডেন্সিয়াল, হোটেল জব্বারিয়া, হোটেল ঝাল বিতান এবং দ্য দামতুয়া ইন পরিদর্শন করা হয়। এসব স্থাপনার রান্নাঘর অপরিচ্ছন্ন রাখা, খাবার অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ, নোংরা প্লেট ব্যবহার এবং কর্মীদের স্বাস্থ্যবিধি না মানার কারণে সেনাবাহিনী সংশ্লিষ্টদের মৌখিক সতর্কবার্তা প্রদান করে। একই সঙ্গে অর্কিড রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলে অবস্থানরত অতিথিদের নিরাপত্তা এবং হোটেলের সামগ্রিক শৃঙ্খলা বিষয়ে ম্যানেজমেন্টকে নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া বাজারে অবৈধ ফুটপাত দখল, ব্যবসাপ্রতিষ্ঠানের অনিয়ম, সরকারি জমি দখল এবং অনুমোদনবিহীন নির্মাণের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানায় সেনাবাহিনী। আলীকদম সেনা জোনের নির্দেশনা অমান্য করে নিয়মবহির্ভূত কার্যক্রম চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশা, বাজারের শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

উল্লেখ্য, পাহাড়ের বাজারগুলোতে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল, অবৈধ নির্মাণ ও খাদ্য নিরাপত্তা সংকটের মতো সমস্যা বাড়ছিল। সেনাবাহিনীর এই তদারকি বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *