দুর্গম জুপুইপাড়ায় অবৈধ অস্ত্র ও পুশইন রোধে ৫৪ বিজিবির জনসচেতনতামূলক সভা

দুর্গম জুপুইপাড়ায় অবৈধ অস্ত্র ও পুশইন রোধে ৫৪ বিজিবির জনসচেতনতামূলক সভা

দুর্গম জুপুইপাড়ায় অবৈধ অস্ত্র ও পুশইন রোধে ৫৪ বিজিবির জনসচেতনতামূলক সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর উদ্যোগে দুর্গম সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও পুশইন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সীমান্তবর্তী জুপুইপাড়ায় বসবাসরত স্থানীয় পাহাড়ি জনগণের সঙ্গে এ সভা আয়োজন করা হয়।

বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় জুপুই বর্ডার অবজার্ভেশন পোস্টে (বিওপি) কর্মরত নায়েব সুবেদার মো. দেলোয়ার হোসেন সভায় নেতৃত্ব দেন।

সভায় নির্বাচনের প্রাক্কালে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও পুশইন যেন সীমান্ত অতিক্রম করতে না পারে—সেই বিষয়ে উপস্থিত পাহাড়ি বাসিন্দাদের সতর্ক করা হয়। একই সঙ্গে এসব অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করা হয়।

পাহাড়ি স্থায়ী বাসিন্দারা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ এবং পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, নির্বাচনের সময় সীমান্তবর্তী এলাকাগুলোতে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচার রোধে বিজিবি বিশেষ সতর্কতা অবলম্বন করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed