বাঘাইছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ত্রাণ সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থবির হয়ে পড়া পাহাড়ী জনপদে সাধারণ খেটে খাওয়া লোকজনের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নেতা-কর্মীরা।
সোমবার (৬ এপ্রিল) সকালে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র উপজেলা সমন্বয়ক জনপ্রিয় চাকমার নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার বেশ কয়েকটি এলাকায় দুঃস্থ ও করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়াদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নেতারা জানিয়েছেন, পাহাড়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠে থেকে সরকারের পাশাপাশি ভবিষ্যতেও তারা সাধারণ খেটে খাওয়া ও কর্মহীনদের পাশে থাকবেন।