আংশিক লক-ডাউন হচ্ছে খাগড়াছড়ির মানিকছড়ি - Southeast Asia Journal

আংশিক লক-ডাউন হচ্ছে খাগড়াছড়ির মানিকছড়ি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির প্রবেশদ্বার মানিকছড়ি উপজেলায় করোনার সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুসারে রেড জোন ঘোষণা করা হয়েছে। সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার থেকে উপজেলা আংশিক লক-ডাউনের সিদ্ধান্ত গ্রহণে জরুরী সভা করা হয়েছে। মানিকছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

খাগড়াছড়ি জেলায় সোমাবার (১৫ জুন) বিকেল পর্যন্ত ৮ জন নতুন করে পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৯৪ জন। সুস্থ হয়েছেন ২৭ জন।

মানিকছড়ির ইউএনও জানান, উপজেলায় মোট আক্রান্ত ১৪ জন। আক্রান্তদের অধিকাংশ পুলিশ ও ব্যাংক কর্মকর্তা। রোহিঙ্গা ক্যাম্প থেকে দায়িত্ব পালন করে এসে আক্রান্ত হয়েছে পুলিশ সদস্যরা। যেহেতু আক্রান্তরা কয়েকটি এলাকার সেহেতু পুরো উপজেলাকে লক-ডাউন না করে আংশিক করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।