রামগড়ে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ ফারুক (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সোয়া ১১টার দিকে রামগড় উপজেলার কালাডেবা এলাকায় বাড়ি ফেরার পথে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সে ঐ এলাকার কৃষক পিতা আলী নেওয়াজের একমাত্র ছেলে। নিহত ফারুক রামগড় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক ছিলেন।
নিহতের পিতা আলী নেওয়াজ জানান, ওমর ফারুক পার্শ্ববর্তী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বায়োফার্মা নামে একটি ঔষধ কোম্পনীতে চাকুরি করতেন। কয়েক দিন আগে বাড়ীতে আসে। শনিবার রাত ১১টায় কালাডেবা বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে ফেলে যায়। গুরতর আহত অবস্থায় তাকে উদ্বার করে প্রথমে রামগড় হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। নিহতের পিতা একটি হত্যা মামলা করেছে। পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত শীঘ্রই হত্যাকান্ডের রহস্য উম্মোচিত হবে বলে তিনি জানান।