ভূমি রক্ষা কমিটির সভাপতির স্ত্রী নিহতের ঘটনায় খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ
![]()
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে দুর্বৃত্তের গুলিতে ভূমি রক্ষা কমিটির সভাপতির স্ত্রী মোর্শেদা বেগম নিহতের ঘটনায় ১৬ আগষ্ট রোববার সকালে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবিতে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু)র সশস্ত্র গ্রুপকে এ ঘটনার জন্য দায়ী করে অবিলম্বে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবী জানানো হয়। অন্যথায় পার্বত্য চট্টগ্রামে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিঁয়ারী দেয়া হয়।

উল্লেখ্য, গত ১৫ আগষ্ট শনিবার দিবাগত রাতে দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের বসতবাড়িতে ব্রাশফায়ার করে দুর্বৃত্তরা। এতে তার স্ত্রী মোর্শেদা বেগম নিহত ও ছেলে মোঃ আহাদ আহত হয়। জানা যায়, সোনামিয়া টিলার ৮১২ পরিবারের ভূমি অধিকার নিয়ে আন্দোলন করে আসছে ‘ভূমি রক্ষা কমিটি’ নামের সংগঠনটি।