বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে শোক দিবস পালিত
![]()
নিউজ ডেস্ক
যথাযোগ্য মর্যাদায় পার্বত্য জেলা বান্দরবানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখা।
শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগষ্ট শনিবার সকালে মুসাফির পার্ক বান্দরবান জেলা কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান জেলার সভাপতি কাজী মোঃ মজিবর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের বান্দরবান জেলা সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নাছিরুল আলম
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল, পৌর সভাপতি শামসুল হক সামু, সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ চৌধুরী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক, ছাত্র পরিষদের নেতা মোঃ মিজানুর রহমান সহ জেলা- উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মজিবুর রহমান, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করেন। এসময় তিনি খাগড়াছড়িতে উপজাতি সন্ত্রাসী কর্তৃক ঘুমন্ত অবস্থায় রাতের অন্ধকারে ব্রাশফায়ারে এক নারীকে হত্যার তীব্র নিন্দা জানান ও দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।