বাঘাইছড়িতে উপজাতি সন্ত্রাসীর হামলায় বাঙ্গালী নারী আহত - Southeast Asia Journal

বাঘাইছড়িতে উপজাতি সন্ত্রাসীর হামলায় বাঙ্গালী নারী আহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে আবুদন চাকমা নামের এক উপজাতি সন্ত্রাসীর কর্তৃক হামলা চালিয়ে পিয়ারা বেগম(৪০) নামের এক বাঙ্গালী নারীকে আহত করার খবর পাওয়া গেছে। আজ (৪ঠা সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার মারিশ্যা ইউনিয়নের তুলাবানস্থ মহাজন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র মতে, একই এলাকার মোঃ খোরশেদ আলমের স্ত্রী পিয়ারা বেগম প্রতিদিনের মতো ঘটনাস্থলে গিয়ে দুপুরে গরুর জন্য কাঁচা ঘাস কাটছিলেন। এসময় আবুদন চাকমা নামের এক সন্ত্রাসী ঘাস কাটা অবস্থায় পেছন থেকে এসে গাছের টুকরো দিয়ে এলোপাথাড়ি আঘাত করা শুরু করে। এসময় পিয়ারা বেগমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আবুদন চাকমা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা পিয়ারা বেগমকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহত পিয়ারা বেগমের স্বামী মোঃ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানবজ্যোতি চাকমা বলেন, ‘বিষয়টি আমি শুনে খুবই দুঃখ প্রকাশ করছি, যত দ্রুত সম্ভব দোষীকে শাস্তির আওতায় আনা হবে এবং সুষ্ঠু বিচার হবে বলে জানিয়েছেন তিনি।

এবিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র মোবাইলে একাধিকবার কল করা হলেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায় নি।