বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২১ কোটি ২০ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন - Southeast Asia Journal

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২১ কোটি ২০ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত সোনাইছড়ি ইউপি ভবনসহ ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।

আজ শুক্রবার (৪ঠা সেপ্টেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত ইউনিয়ন পরিষদ ভবন, নাইক্ষ্যংছড়ি থেকে তুমব্রু সড়কের ৪টি ব্রীজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সড়ক নির্মাণ, পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিদ্যুৎ সংযোগ লাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, যাত্রী ছাউনি, বৌদ্ধ বিহার এবং বৌদ্ধ বিহারের মহিলা সাধনা ঘর (জিএফএস) পানি লাইন উদ্বোধন এবং মন্ত্রীর প্রতিশ্রুত বরইতলী উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন তিনি।

এসময় বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক বদিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরাজি, সহকারি পুলিশ সুপার রেজাওয়ান ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর, ক্যানোওয়ান চাক, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, যোগাযোগ, স্বাস্থ্য সেবার উন্নয়নে আরো একধাপ এগিয়ে গেল নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন। আগামীতে ঘরে ঘরে বিদ্যুৎসহ নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসীর বিভিন্ন দাবী পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে বীর বাহাদুর আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার। তাই দেশের দূর্গম পাহাড়েও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বিশেষ করে সরকার শিক্ষাকে বেশী অগ্রাধিকার দিয়ে নানা ধরনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে, যাতে দেশের প্রতিটি শিশু সু-শিক্ষায় শিক্ষিত হতে পারে। একই সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।

বক্তব্য শেষে পার্বত্য মন্ত্রী নাইক্ষ্যংছড়ি রেষ্ট হাউজের প্রশিক্ষিত মৎস্য চাষী ও প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করেন।