খাগড়াছড়ির রামগড়ে ভূমি রাজস্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

খাগড়াছড়ির রামগড়ে ভূমি রাজস্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি রাজস্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-ভূমি সংস্কার কমিশনার চট্টগ্রাম এস. এম. শফি কামাল, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ও রামগড় থানার ওসি (তদন্ত) মো: মনির হোসেন।

আলোচনা সভায় উপজেলার হেডম্যান কার্বারীরা তাদের সন্মানী বাড়ানো, ভূমি রাজস্ব আয় বাড়ানো, পার্বত্য ভূমি ব্যবস্থাপনা সংস্কার ও কম্পিউটার ইন্টারনেট ব্যবহারসহ লজিস্টিক সাপোর্ট দেয়ার দাবী জানালে প্রধান অতিথি তাদের বেশির ভাগ দাবীর সাথে একমত পোষন করেন এবং ক্রমান্বয়ে তা পূরণের আশ্বাস প্রদান করেন।

হেডম্যান কার্বারীদের পক্ষ থেকে এসময় বক্তব্য রাখেন, আনন্দ মোহন ত্রিপুরা, সাচিং চৌধুরী, চাইথোয়াই চৌধুরী প্রমুখ।

You may have missed