সিরিয়া-ইরাক সীমান্তে ড্রোন হামলায় ইরানের জ্যেষ্ঠ কমান্ডার নিহত - Southeast Asia Journal

সিরিয়া-ইরাক সীমান্তে ড্রোন হামলায় ইরানের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রতি আততায়ীর সশস্ত্র হামলায় ইরানের এক সিনিয়র বিজ্ঞানী নিহত হবার রেশ কাটতে না কাটতেই এবার সিরিয়া-ইরাক সীমান্তে ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কমান্ডার ছাড়াও আরও তিনজন নিহত হয়েছেন। গত শনি থেকে রবিবারের মধ্যে কোনো এক সময় তাদের ওপর হামলা হয়েছিল। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ইরাকি গোয়েন্দা সূত্রের বরাতে আল-আরাবিয়াহ জানিয়েছে, সিরিয়া অতিক্রম করতে যাওয়া আল-কিয়াম সীমান্তে তাদের গাড়ি হামলার লক্ষ্যবস্তু বানানো হয়। তাদের মরদেহ উদ্ধারে ইরাকি আধাসামরিক বাহিনীর সদস্যরা সহায়তা করেন। এর বাইরে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে এই খবর অস্বীকার করেছে হিজবুল্লাহ সংশ্লিষ্ট নেটওয়ার্ক আল-মিয়াদান। নির্ভরযোগ্য সূত্রের বরাতে তারা এমন দাবি করেছে।

এর আগে, গত জানুয়ারিতে মার্কিন গুপ্তহত্যার শিকার হয়েছিলেন ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি। তখন তার সঙ্গে ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠী মোবিলাইজেশন ফোর্সের উপ-কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছিলেন।

You may have missed