পাহাড়ের তিন পৌরসভায় ফের আওয়ামীলীগের জয়

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ের তিন পৌরসভায় ফের জয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থীরা। খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামছুল হক, রাঙামাটি পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আকবর হোসেন চৌধুরী এবং বান্দরবান পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, উৎসব মুখর পরিবেশে চার স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অনুষ্ঠিত খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই প্রতিদ্বন্দ্বীকে পরাস্থ করে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামছুল হক। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৭২৫ ভোট। রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও মাটিরাঙা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রাজু আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। একই পৌরসভায় মোবাইল ফোন প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এমএম জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩ হাজার ৭৫৭ ভোট এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী শাহজালাল কাজল পেয়েছেন ৩ হাজার ৭১০ ভোট।

এছাড়া রাঙামাটি পৌরসভায় আবারও নৌকা প্রতীক নিয়ে মেয়র হলেন আওয়ামী লীগ প্রার্থী মো. আকবর হোসেন চৌধুরী। তিনি পেয়েছেন ২২ হাজার ৮০১ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন হেরেছেন ১৫ হাজার ৮৬ ভোটে। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৯৫৩টি। রাত ৯টায় রাঙামাটি রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুল রহমান আওয়মী লীগ মেয়র প্রার্থী মো. আকবর হোসেন চৌধুরীকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন। এসময় তিনি বাকি আরও তিন মেয়র প্রার্থীর ভোট ফলাফলও ঘোষণা করেন। আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী অমর কুমার দে (মোবাইল) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ৯৪৩টি। জাতীয় পার্টির প্রজেশ চাকমা (লাঙ্গল) ১ হাজার ৬৯২ ভোট এবং বিপ্লবী ওয়াকার্স পার্টির আব্দুল মান্নান রানা (কোদাল) তিনি পেয়েছে ৬৬০ ভোট। মোট ভোট পড়েছে ৫০.৬১শতাংশ।

অন্যদিকে, বান্দরবান সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। বান্দরবান সদর পৌর নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী পেয়েছেন ৯ হাজার ৫শ’ ৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির (ধানের শীষ) প্রার্থী সাবেক মেয়র জাবেদ রেজা পেয়েছে ৪ হাজার ৫শ’ ৩৩ ভোট। নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ছাড়াও জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের মো. শাহজাহান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত নারিকেল গাছ প্রতিকে নাছির উদ্দিন এবং মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বিধান লালা প্রতিদ্বন্ধীতা করেন।