প্যাংগং সীমান্ত থেকে তাঁবু গুটিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ফিরে যাচ্ছে চীনা সেনাবাহিনী
নিউজ ডেস্ক
প্যাংগং থেকে তল্পিতল্পা গুটিয়ে ফিরে যাচ্ছে চীনা সেনা। ভারতীয় সেনা সূত্র দাবি করেছে, দক্ষিণ প্যাংগং থেকেও ঘাঁটি তুলছে চীনা বাহিনী। মোট কথা, প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ—দুই এলাকা থেকেই তাঁবু গুটিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বিদায় নিচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি।
একটি ভিডিওতে দেখা গেছে, প্যাংগং সংলগ্ন এলাকায় নিজেদের বাঙ্কার, অস্থায়ী সামরিক কাঠামো ভেঙে ফেলছে চীনা সেনা। অস্ত্রশস্ত্র যা মোতায়েন করা ছিল সেগুলো সব গুছিয়ে ট্রাকে তোলা হচ্ছে। পাহাড়ি ঢাল বেয়ে তাঁবু ঘাড়ে নিয়ে সারি বেঁধে চীনের সেনাদের নেমে আসতেও দেখা গেছে।
উল্লেখ্য, গত বছরের মে মাসের শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছে ভারত-চীন সীমান্তে। একাধিক বৈঠকের পরও কোনও সুরাহা হয়নি। কূটনৈতিক স্তরে আলোচনার মধ্যেই গত বছরের ১৫ জুন গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে মৃত্যু হয় ২০ জন ভারতীয় সেনার। চীনের পক্ষেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে মোদি সরকার। যদিও সে বিষয়ে সরাসরি কোনও তথ্য দেয়নি বেইজিং।