ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, ৪ জেলের কারাদণ্ড - Southeast Asia Journal

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, ৪ জেলের কারাদণ্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের ৫টি ইলিশের অভয়াশ্রমে সোমবার থেকে দুই মাসের জন্য বন্ধ রয়েছে সব ধরনের মাছ ধরা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে দক্ষিণের কয়েকটি জেলার এসব অভয়াশ্রমে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।এদিকে নিষেধাজ্ঞার প্রথম দিনে বরিশালে ৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসনের বরাত দিয়ে ইন্ডিপেনডেন্ট প্রতিনিধিরা জানিয়েছেন, মাছ ধরা বন্ধে পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে বিভিন্ন পয়েন্টে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের । বরিশালে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বি এ রায় প্রদান করেন। এ সময় তাদের কাছ থেকে জাটকা ও প্রায় এক লাখ মিটার জাল জব্দ করা হয়।

জেলেদের সচেতন করতে নদী এবং উপকূলবর্তী এলাকায় লিফলেট বিতরণ, মাইকিং ও পোস্টারিং করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞার দু’মাসে প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে চাল দেয়ার কথা রয়েছে।

এদিকে বিকল্প কর্মসংস্থানের দাবিসহ বরাদ্দের চাল দ্রুত ছাড়ের দাবি জেলেদের।