কমনওয়েলথের শীর্ষ ৩ নারীর তালিকায় প্রধানমন্ত্রী - Southeast Asia Journal

কমনওয়েলথের শীর্ষ ৩ নারীর তালিকায় প্রধানমন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে অনুপ্রেরণাদায়ী শীর্ষ ৩ নারী নেতাদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারি মোকবেলায় সফলভাবে নেতৃত্ব দেয়ার জন্য তাকে এই স্বীকৃতি দেয়া হল। গত ৫ মার্চ শুক্রবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২১’ উপলক্ষে একটি বিশেষ ঘোষণায় তিন নারী প্রধানমন্ত্রীকে তাদের সাফল্যের স্বীকৃতি দিয়েছে কমনওয়েলথ।

শেখ হাসিনা ছাড়া বাকি দুজন হলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এবং বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলির। যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসিকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।

এসময় কমনওয়েলথের মহাসচিব বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে এই তিন বিস্ময়কর নারী কোভিড-১৯ মহামারি চলাকালে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন।

আরও অনেক নারীর পাশাপাশি এই তিন নেতা নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য সুন্দর ভবিষ্যত ও কল্যাণময় বিশ্ব গড়ে তোলার অনুপ্রেরণা যুগিয়েছেন বলেও জানান তিনি।