ঘূর্ণিঝড় টাউটি আঘাত হেনেছে মুম্বাইয়ে, গুজরাটের পথে প্রবল ঘূর্ণিঝড় তকতে - Southeast Asia Journal

ঘূর্ণিঝড় টাউটি আঘাত হেনেছে মুম্বাইয়ে, গুজরাটের পথে প্রবল ঘূর্ণিঝড় তকতে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় টাউটি আঘাত হেনেছে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে। মুম্বাইয়ে প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ১৮৫ কিলোমিটার।

ঘূর্ণিঝড় টাউটি মুম্বাইতে এসে রুদ্রমূর্তি ধারণ করায় মুম্বাই, থানে, রায়গড়, সিন্ধুদুর্গ, পালঘর সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

ঘূর্ণিঝড়ের কারণে সোমবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত মুম্বাই বিমানবন্দর বন্ধ ছিল। এছাড়া উচ্চ জোয়ারের সম্ভাবনা আছে। তাই মুম্বাই-ওয়ার্লি সি-লিংক বন্ধ রাখা হয়েছে।

রাজ্যের তিনটি জেলার উপকূলবর্তী অঞ্চলের ৬ হাজার ৫০০ জনকে সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে মহারাষ্ট্রের রত্নাগিরির উপকূলবর্তী অঞ্চলের ৪০টি বাড়ির প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। তিনটি বিদ্যালয় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুনের নিকটবর্তী অঞ্চলের ৭০টি বাড়ির ক্ষতি হয়েছে।

এদিকে, ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেগে ভারতের গুজরাটের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় তকতে। স্থানীয় সময় আজ রাত ৮টা থেকে ১১টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে গুজরাটের দেড় লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এর মধ্যে শুধু পোরবান্দার ও মাহুভা এলাকা থেকেই সরানো হয়েছে ২৫ হাজার মানুষকে। মহারাষ্ট্র ও গুজরাটের প্রায় ৭ হাজার মাছ ধরা নৌকাকে যত দ্রুত সম্ভব তীরে ফেরার নির্দেশ দেয়া হয়েছে। সাময়িক বন্ধ রাখা হয়েছে মুম্বাই বিমানবন্দরের ফ্লাইট চলাচল। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এর আগে কেরালা ও কর্নাটকে সাইক্লোন তকতের আঘাতে ৬ জন নিহত হয়।