কঙ্গোতে কোডেকো মিলিশিয়াদের বিরুদ্ধে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর আভিযানিক সাফল্য
নিউজ ডেস্ক
ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর রেপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়ন (ব্যানআরডিবি-৪) গত ১৬ মে ২০২১ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে একটি সফল অভিযান পরিচালনা করে লেঙ্গা গ্রামের অধিবাসীদের কোডেকো মিলিশিয়াদের আক্রমণ হতে রক্ষা করে।
কোডেকো মিলিশিয়া বাহিনীর লুটপাট এবং অগ্নিসংযোগের তথ্য পেয়ে ব্যানআরডিবি-৪ এর শান্তিরক্ষী টহল দল সাঁজোয়া যানসহ দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হলে মিলিশিয়া বাহিনী বাংলাদেশি শান্তিরক্ষী টহলদলের উপর প্রবল গুলিবর্ষণ শুরু করে। প্রত্যুত্তরে ব্যানআরডিবি-৪ এর টহলদল অত্যন্ত সাহসিকতার সাথে মিলিশিয়া বাহিনীর উপর পাল্টা আক্রমণ করে। বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে মিলিশিয়া বাহিনী গ্রাম ত্যাগে বাধ্য হয়।
এ সময় শান্তিরক্ষী বাহিনী স্থানীয় একজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে মাইনর সার্জারী শেষে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে মিলিশিয়া বাহিনীর গুলিতে নিহত স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
উল্লেখ্য, ব্যানআরডিবি-৪ ডিআর কঙ্গোতে টহল পরিচালনাকারী বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষীদের কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।