দেশে যেকোনো সময় ভারতীয় ভ্যারিয়েন্টের পূর্ণ সংক্রমণ হতে পারে - Southeast Asia Journal

দেশে যেকোনো সময় ভারতীয় ভ্যারিয়েন্টের পূর্ণ সংক্রমণ হতে পারে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে যেকোনো সময় কোভিড-১৯ এর ভারতীয় ভ্যারিয়েন্টের পূর্ণ সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য অধিফতরের। সংস্থাটির পরিচালক (লাইন ডিরেক্টর এনসিডিসি) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বুধবার এই আশঙ্কা প্রকাশ করেন।

দুপুরে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বুলেটিনে তিনি বলেন, ইতোমধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে চলে এসেছে। এমনকি চোখ রাঙাচ্ছে। সর্বক্ষণ মাস্ক পরতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। সবাইকে সচেতন থাকতে হবে।

অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, সরকারের চলমান লকডাউন, মানুষ ও পরিবহন চলাচল নিয়ন্ত্রণ কিছুটা ফলপ্রসূ হয়েছে বলে সংক্রমণ কমেছে। এতে আত্মতুষ্টির কোনো কারণ নেই।
‘ভারতের ভ্যারিয়েন্টে ভারতে ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। করোনায় ভারতে দৈনিক মৃত্যুর ৪ হাজারের ওপরে। ভারতের এই ভ্যারিয়েন্টে দেশে যেকোনো সময় পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে। ভারতের ভ্যারিয়েন্ট দেশে প্রতিনিয়ত শনাক্ত হচ্ছে। এই ভ্যারিয়েন্টের সংক্রমণের হার অনেক বেশি। আমাদের দেশে এই ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই আমরাও আমাদের হাসপাতালগুলো প্রস্তুত রেখেছি’, – বলেন তিনি।