করোনায় দেশের প্রতিটি মানুষ ভুগছে নানা সমস্যায়: প্রধানমন্ত্রী - Southeast Asia Journal

করোনায় দেশের প্রতিটি মানুষ ভুগছে নানা সমস্যায়: প্রধানমন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনার কারণে সমাজের প্রতিটি মানুষ ভুগছে নানা সমস্যায়, জীবনমান স্বাভাবিক রাখতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবনে আয়োজিত স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। দেশের উন্নয়নে কাজ শুরু করলেও ৭৫ এর পর তা থেমে যায়। সে সময় বিদেশে থেকেও দেশ পুনর্গঠনের কাজ অব্যাহত রাখা হয় বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি এসময় আরো বলেন, ক্ষমতায় আসার পর চেষ্টা ছিলো বিশ্বদরবারে মাথা উঁচু করে চলার। পাশাপাশি কাজ করা হয় দেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করার। মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেয়ার কাজ শুরু করে সরকার।

একসময় দেশে মুক্তিযুদ্ধের গান নিষিদ্ধ ছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর পর যে আদর্শ হারিয়ে গিয়েছিলো তা ধীরে ধীরে ফিরিয়ে আনা হচ্ছে।

বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। দেশকে সামনে এগিয়ে নিতে নানা পরিকল্পনা রয়েছে সরকারের। পরবর্তী প্রজন্ম যেনো উন্নয়নের গতি ধরে রাখতে পারে সে লক্ষে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

এবছর পুরস্কারপ্রাপ্তরা হলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার প্রয়াত আহসানউল্লাহ মাস্টার ও প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর সঙ্গে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আওয়ামী লীগ নেতা এ কে এম বজলুর রহমান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ।

সাহিত্যে কবি মহাদেব সাহার পাশাপাশি সংস্কৃতিতে এবার পুরস্কার পেলেন চলচ্চিত্রকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান। বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী, সমাজসেবা বা জনসেবায় পুরস্কার পান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।

গবেষণা ও প্রশিক্ষণে প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার।