সৌদি আরবের সব ফ্লাইট ২৪ মে পর্যন্ত স্থগিত - Southeast Asia Journal

সৌদি আরবের সব ফ্লাইট ২৪ মে পর্যন্ত স্থগিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনাভাইরাস মহামারীর মধ্যে ২৪ মে পর্যন্ত সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন।

সৌদি আরব কর্তৃপক্ষ হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্তারোপ করায় দেশটিতে এই পাঁচ দিন (২০ থেকে ২৪ মে) সকল ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

বিমানের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় সৌদি আরব ভ্রমণের জন্য যেসব যাত্রীর বুকিং ছিল তাদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণে বিমানের নিকটবর্তী কার্যালয়ে যোগাযোগের জন‍্য বিশেষ অনুরোধ জানানো হয়।

মহামারীর মধ্যে কিছু দেশ ছাড়া এখন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হচ্ছে।