বাঘাইছড়ির দুরছড়ি বাজারে আগুনে পুড়ে গেলো ১২ দোকান

নিউজ ডেস্ক
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান ঘর। স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার পর দুরছড়ি বাজারের একটি কামারের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়, মুহুর্তে আগুনে চারদিকে ছড়িয়ে পড়ে, পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের যৌথ চেষ্টায় এক ঘন্টারও অধিক সময় পরে আগুন নিয়ন্ত্রনে আসে। এসময় বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় ক্ষোভ প্রকাশ করেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, হালকা বৃষ্টি ও বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। ক্ষয়ক্ষতির পরিমান কাল সকালে জানা যাবে।
প্রসঙ্গত: ২০১৬ সনের ২০ অক্টোবর এক ভয়াবহে অগ্নিকান্ডে প্রায় তিনশতাধিক দোকানঘর পুড়ে গিয়েছিলো।