হালদা নদী পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার - Southeast Asia Journal

হালদা নদী পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গুবন্ধু মৎস্য হেরিটেজ হালদ নদী পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।

শনিবার (২৯ মে) সকাল ১১টায় কালুরঘাট ব্রিজ হতে সত্তারঘাট পর্যন্ত হালদার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।

পরিদর্শকালে তিনি হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের মাটির কুয়ায় ডিম হতে রেণু পরিস্ফুটন এবং আইডিএফ হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের হ্যাচারিতে হালদা হতে সংগৃহিত ডিম থেকে রেণু উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন। এছাড়াও হালদায় মা মাছের অভয়াশ্রম, ডিম সংগ্রহের স্থান ও সংগৃহিত ডিম থেকে রেণু উৎপাদনে প্রক্রিয়া, উপজেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন।

এসময় হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলী, সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ উপস্থিত ছিলেন।