শনিবার থেকে এক সপ্তার লকডাউনে সাতক্ষীরা
 
                 
নিউজ ডেস্ক
সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ হার ও মৃত্যুর সংখ্যা দুটোই সমান তালে বাড়ছে। সংক্রমণ কমাতে এবার সাতক্ষীরা জেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী শনিবার সকাল ছয়টা থেকে এ লকডাউন কার্যকর করা হবে। প্রাথমিকভাবে এ লকডাউন এক সপ্তাহ (৫ থেকে ১১ জুন পর্যন্ত) চলবে। প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের হার ৫৩ দশমিক ১৯ ভাগ। অথচ মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে এ হার ছিল ১২-১৩ শতাংশ। মে মাসের শেষ সপ্তাহ এ হার ছিল ৪১ শতাংশ। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ১৯ শতাংশে।
লকডাউন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত ৩ ঘণ্টা জরুরি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। এ ছাড়া বিপণিবিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। এ ছাড়া গণপরিবহনও বন্ধ থাকবে। লকডাউন চলাকালে গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না।
জেলাটি ভারতের সাথে সীমান্তবর্তী হওয়ায় প্রতিদিন ভোমরা বন্দরে আসছেন ভারতীয় পণ্যবাহী ট্রাক নিয়ে ভারতীয়রা। এসব কারণে করোনা পরিস্থিতির উন্নতি করা যাচ্ছে না।
