জলবায়ু পরিবর্তনে তাপদাহে মৃত্যু বেড়েছে ৩৭ ভাগ
![]()
নিউজ ডেস্ক
বৈশ্বিক উষ্ণায়নের কারণে গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বাড়ছে তাপদাহ। এ কারণে বিশ্বে যতো মানুষ মারা যায় তার এক তৃতীয়াংশের বেশি মৃত্যুর জন্য বৈশ্বিক উষ্ণায়নকে দায়ী করছেন গবেষকেরা। নেচার ক্লাইমেট চেঞ্জ নামের জার্নালে প্রকাশিত গবেষণায় এমনটি জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
৪৩ দেশের ৭৩২ শহরে ১৯৯১ থেকে ২০১৮ সাল পর্যন্ত উষ্ণতায় মৃত্যুর ঘটনা পর্যালোচনা করেন একটি দলের ৭০ জন গবেষক। এতে দেখা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে তাপদাহ জনিত মৃত্যু বেড়েছে ৩৭ ভাগ।
এর মধ্যে দক্ষিণ আমেরিকার শহরগুলোতে মৃত্যুর হার সর্বোচ্চ। ব্রাজিলের সাও পাওলোতে বছরে গড়ে ২৩৯ জনের মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে জলবায়ু পরিবর্তনকে। এছাড়া যুক্তরাষ্ট্রের ২শ শহরে এক বছরে ১১শর বেশি মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৪১ জনই নিউ ইয়র্কের।
গবেষণায় দেখা যায়, এক বছরে ওই শহরগুলোতে প্রায় সাড়ে ৯ হাজারের বেশি বাসিন্দার মৃত্যু হয়েছে তাপদাহ জনিত কারণে। সেক্ষেত্রে পুরো বিশ্বে প্রাণহানির সংখ্যা লাখ ছাড়াতে পারে বলে জানান গবেষকেরা।
গবেষকেরা জানান, বৈশ্বিক উষ্ণতার কারণে পরিবেশ-বাস্তুসংস্থানের পর এখন স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কোনো কোনো দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব খুবই মৃদু। এসব দেশে বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা অনেকটা শিল্পবিপ্লবের আগের সময়কার মতো।
এদিকে, শিল্পায়নের যুগের চেয়ে বিশ্বে গড় তাপমাত্রা এরইমধ্যে এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা সত্যি হলে, মারাত্মক বিপর্যয় নেমে আসবে পৃথিবীতে। আর তা ঠেকাতে কার্বন ডাই অক্সাইড-মিথেনের মতো গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ কমানোর ওপর জোর দিচ্ছেন গবেষকেরা।