পুনের রাসায়নিক কারখানায় আগুন, নিহত১৮ - Southeast Asia Journal

পুনের রাসায়নিক কারখানায় আগুন, নিহত১৮

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মহারাষ্ট্রের পুনেতে একটি রাসায়নিক কারখানায় সোমবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮ জন কর্মী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

ভারতের গণমাধ্যমগুলো বলছে, আজ বেলা সাড়ে তিনটার দিকে এসভিএস একুয়া টেকনোলজির কারখানার যে অংশে স্যানিটাইজার তৈরি করা হয়, সেখানে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ছয়টি দল আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই সময় কারখানায় ৩৭ কর্মী কাজ করছিলেন। ২০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। কারখানা কর্তৃপক্ষের তথ্যমতে, তাদের ১৭ জন কর্মী এখনো নিখোঁজ। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।