খাগড়াছড়ির গুইমারায় যুবকদের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ
নিউজ ডেস্ক
পবিত্র ঈদ-উল-আযহা ২০২১ উপলক্ষে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন কর্তৃক গুইমারার প্রত্যন্ত অঞ্চলের এক শত যুবক ছেলে-মেয়েদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
২০ জুলাই মঙ্গলবার সকালে ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বস্ত্র বিতরণ করেন।
এ সময় রিজিয়িন কমান্ডার আগত যুবক ছেলে-মেয়েদের উদ্দেশ্য বলেন, ‘‘যুব সমাজ যে কোন জাতির চালিকা শক্তি, যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত হবে।
রিজিয়ন কমান্ডার বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায়, গুইমারা রিজিয়ন এই অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা মহামারী মোকাবেলাসহ, পাহাড়ের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা বিভিন্ন সেবামুলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীকে সেবা প্রদান করে যাচ্ছে। তিনি বলেন, গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরবানী প্রদানে অসামর্থ মুসলিম জনগোষ্ঠির মাঝে পবিত্র ঈদ-উল আযহার দিন ৭টি গরুর মাংস বিতরন করা হবে। শান্তি সম্প্রীতি বজায় থাকলে এ এলাকায় আরো উন্নয়ন হবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্ব স্ব অবস্থান থেকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
এসময় রিজিয়ন কমান্ডার সকলকে ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে করোনাকালীন সময়ে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
বস্ত্র সামগ্রী বিতরণকালে গুইমারা রিজিয়ন স্টাফ অফিসার মেজর মো: তাজুল ইসলাম, ক্যাপ্টেন মোহাম্মদ ইমরান হোসেনসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।