চীন হাজারের বেশি পারমাণবিক বোমা বানাবে : দাবি পেন্টাগনের - Southeast Asia Journal

চীন হাজারের বেশি পারমাণবিক বোমা বানাবে : দাবি পেন্টাগনের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামী ১০ বছরের মধ্যে চীন নতুন করে আরও এক হাজারের বেশি পারমাণবিক বোমা বানাবে বলে দাবি করেছে আমেরিকার প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পেন্টাগন।

‘মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভলভিং দ্য পিপল’স রিপাবলিক অব চায়না (পিআরসি) ২০২১’ নামে সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তারা।

প্রতিবেদনে পেন্টাগন দাবি করেছে, চীন পারমাণবিক প্রকল্প উন্নয়নে বড় মাত্রায় বিনিয়োগ শুরু করেছে। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার ২০৩০ সালের মধ্যে ৪০০ পারমাণবিক অস্ত্র বানানোর লক্ষ্য নিয়েছে।

এই খাতে চীন প্রচুর অর্থ বিনিয়োগ করছে উল্লেখ করে পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পারমাণবিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিসহ বোমা উৎক্ষেপণের জন্য জল-স্থল ও আকাশপথে প্ল্যাটফরম নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করছে চীন। ’

পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র নির্মাণের পাশাপাশি জাতীয় সেনাবাহিনী চায়না’স পিপলস লিবারেশন আর্মির সদস্য সংখ্যাও বাড়াচ্ছে দেশটি।