সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক, ভারতের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারত বিভিন্ন সময়ে একমত হয়েছে যে- ভারত-বাংলাদেশ সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটবে না, কিন্তু তা সত্ত্বেও অব্যাহত আছে।
সোমবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) মন্ত্রী পরিষদের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমার কিছু বলার নেই।’
সীমান্ত হত্যা নিয়ে ভারতী সবসময় মন্তব্য করে এসেছে, জীবন বাঁচানোর শেষ উপায় হিসেবে বিএসএফ গুলি চালায়।
সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়শনে বিভিন্ন দেশের ১২ জন মন্ত্রী এবং ২৩টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন। অনুষ্ঠানের প্রথম ২ দিন ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের হবে এবং তৃতীয় দিন মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।
বৈঠকে ভারত মহাসাগরের সম্পদ সর্বোত্তমভাবে ব্যবহারের উপায় নিয়ে আলোচনা করা হবে, যা মূলত অব্যবহৃত আছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বলবে যে, আমরা মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিক নিয়ম-ভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চাই। আমরা কোনো দেশ বা দলের একতরফা আধিপত্য চাই না।’
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মেরিন অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলমও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।